এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আলোর বাতিঘর খ্যাত পদক্ষেপ গণ পাঠাগারের বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ই ফেব্রুয়ারী)সকাল ৯টায় পদক্ষেপ গণ পাঠাগার ভবনের সামন থেকে যাত্রা করে ঐতিহ্যবাহী তেলিয়াপাড়ায় দিনব্যাপী অনুষ্ঠান শেষে পাঠাগারের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মোস্তফা মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়াপাড়ায় স্মৃতি সৌধ বেষ্টিত স্থানীয় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ল রিপোটার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি সালেহ উদ্দিন প্রমুখ।
পদক্ষেপ গণ পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী উক্ত বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের আয়োজন করা হয়।এতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা,কুইজ প্রতিযোগীতাসহ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে নানা শিক্ষা উপকরণ সহ বিভিন্ন পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পদক্ষেপ গণ পাঠাগার কার্যকরী পরিষদের সহ সভাপতি হুমায়ুন কবির চৌধুরী,যুগ্ম সম্পাদক এসএম মিজান,অর্থ সম্পাদক মিলন,প্রচার সম্পাদক সফিক,পরিবেশ সম্পাদক ফুলমিয়া খন্দকার মায়া,দপ্তর সম্পাদক নুর উদ্দিনসহ পাঠক ও শুভাকাঙ্ক্ষীগণ।