নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার মুড়ারবন্দ এলাকায় গাঁজা সেবনের দায়ের সিলেট জেলা সদরের মৃত কবির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০), উপজেলার মুড়ারবন্দ গ্রামের মৃত মনর আলীর ছেলে আব্দুল হান্নান (২৫) ও মধ্য নরপতি গ্রামের মৃত আকবর আলীর ছেলে আমীর আলীকে (৩০) ১০০ টাকা করে জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক জেল-জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।