আলমগীর কবির,মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গ্যাসফিন্ড এলাকায় সিলেটগামী একটি বাস ও সিলেটমুখী ট্রাকের সংঘর্ষে মোঃ আব্দুল্লাহ (২৩)নামে চারু সিরামিকের এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মানিকপুর গ্যাস ফিল্ড এলাকায় মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে।
নিহত মোঃ আব্দুল্লাহ ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিনগর উপজেলার কাহেতুরা পুর্বপাড়া গ্রামের আলী মজনু ছেলে ও মানিকপুর এলাকায় অবস্থিত চারু সিরামিক কোম্পানির শ্রমিক।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী রিয়েল কোচ ঢাকা মেট্রো-ব১৫- ৮৬৩৭ অপর একটি সিলেটমুখী ট্রাক ঢাকা মেট্রো-ট-১৭-০০১৮ দ্রুত ও বেপোরোয়া ভাবে চালাইয়া রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা মোঃ আব্দুল্লাহ (২৩)কে ধাক্কা দিলে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারাযান।
গাড়ি দুটি আটক করা হয়েছে ও দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন ।