দিলোয়ার হোসাইন,বানিয়াচং:
মসজিদ আল আকসার ইমাম ও খতীব শায়খ আলী উমর ইয়াকুব আল-আব্বাসী ফিলিস্তিন থেকে বানিয়াচংয়ে আসবেন।
জামেয়া ইসলামিয়া বানিয়াচং সিনিয়র ফাজিল (আলিয়া) মাদ্রাসায় আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলন তিনি বক্তব্য রাখবেন বলে মাদ্রাসা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
৫ ফেব্রুয়ারী মাদ্রাসা মাঠে বার্ষিক ৯৩ তম আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হবে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মুহাম্মদ আব্দাল হোসেন খান’র সভাপতিত্বে আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখবেন মাওঃ শায়খ আবুল ফজল, মাওঃ শায়খ ফারুক আহমদ, মাওঃ শাহ নজরুল ইসলাম, মাঃ মুফতি আমীরুল ইসলাম, মাওঃ শায়খ বদরুল আলম হামিদী,মাওঃ শালেহ আহমদ হামিদী,ড.সৈয়দ রেজওয়ান আহমদ, মাওঃ ফরিদ আহমদ খান, হাফেজ মাওঃ মাসরুরুল হক সহ আরও অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
বানিয়াচং উপজেলার জামেয়া ইসলামিয়া বানিয়াচং সিনিয়র ফাজিল (আলিয়া) মাদরাসা ইসলামী শিক্ষার একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান।
এই মাদরাসার বার্ষিক মহা-সম্মেলনের জন্য পূর্বে মানুষজন অপেক্ষায় থাকতো। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা।
বর্তমানে মক্কা মদিনার পরেই এই মসজিদটি মুসলিম ধর্মাবলম্বীদের নিকট গুরুত্বপূর্ণ।
সেই মসজিদুল আকসার সম্মানিত ইমাম ও খতীব শায়খ আলী উমর ইয়াকুব আল-আব্বাসী বানিয়াচং আগমন উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।