নিজস্ব প্রতিবেদক :
জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, মায়েরা হচ্ছেন শিশুদের প্রথম শিক্ষক পরিবার প্রথম বিদ্যালয়। কারণ শিশুদের হাতেখড়ি হয় পরিবারে। তাই শিশুদের প্রতিভা বিকাশে মা বাবা ও পরিবারকে সচেতন থাকতে হবে।
তিনি শনিবার ইয়াদুল্লাহ শাহ ইসলামি একাডেমির বার্ষিক ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
একাডেমির প্রধান শিক্ষক মো. শাহ আলম এর পরিচালনায় সভাপতিত্ব করেন একাডেমির উপদেষ্টা ইউপি সদস্য মো. হারুনুর রশিদ খান।
বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন , মোঃ আমিনুল ইসলাম সাদেক মেম্বার, মাওলানা আক্তারুজ্জামান, শিক্ষক চলিতার আব্দা, মহিলা মাদরাসা, মাওলানা আফজাল খাঁন,খতিব নিশাপট জামে মসজিদ, মোঃ আছাব আলী, সভাপতি পিটিএলএফ অত্র বিদ্যালয়,মাওলানা ওয়াহিদুর রহমান নূরী,মোঃ মুখলিছুর রহমান, মোঃ সুজন মিয়া। অনুষ্ঠানে শিশুরা নাটিকা, গান পরিবেশন করে।