আকিকুর রহমান রুমনঃ-
হবিগঞ্জে বানিয়াচংয়ে প্রতিবন্ধী নূরে আলম ও তার পুত্র জহির আলমের স্বপ্নের টং দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
ইলেকট্রিসিটির আগুন থেকে সৃষ্ট আগুনে দোকান ঘর পুড়ে যাওয়ায় পিতা পুত্রের স্বপ্নও পুড়ে গেছে।
বুধবার (১লা ফেব্রুয়ারী)রাত আড়াইটায় বানিয়াচং উপজেলার গরমতলা বাজারে(গরম বাজার) টং দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
টং দোকান টি ২০২১ ইং সালে ততকালীন ইউএনও মাসুদ রানা’র সহযোগিতায় জেলা প্রশাসক কামরুল হাসান প্রতিবন্ধী নূরে আলমের হাতে তুলে দেন।
প্রতিবন্ধী নূরে আলম ও তার পুত্র জহিরুল আলম পেশায় ভিক্ষুক।
ভিক্ষাবৃত্তি পেশা বাদ দিয়ে নিজেদের প্রচেষ্টায় যেন স্বাবলম্বী হতে পারে সেজন্য তাদের কে কিছু মালামাল সহ একটি টং দোকান দেওয়া হয়েছিল।
দোকান ঘরে ব্যাবসা করতেন নূরে আলমের প্রতিবন্ধী ছেলে জহিরুল আলম।
মাঝরাতে দোকান ঘর পুড়ে যাওয়ায় প্রতিবন্ধী পিতা পুত্রকে আবার রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে বলে জানান এলাকাবাসী।
এ ব্যাপারে নূরে আলম জানান,আমার টং দোকানে ২০ হাজার টাকার মালামাল ছিল। এই দোকান আমার ও আমার ছেলের স্বপ্ন। আমাদের স্বপ্ন পুড়ে গেছে।
এই টংঘর আমার ইউএনও মাসুদ রানা স্যার ও ডিসি কামরুল স্যার দিয়েছিলেন।
আমার ও আমার পুত্রের এখন কি হবেরে।
আমার অখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে অইবো রে।
এ ব্যাপারে বানিয়াচং ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ বুলু মিয়া জানান,খুবই অসহায় নূরে আলমের পরিবার।বাবা ছেলে দু’জনই প্রতিবন্ধী।এরা বেটে(খাটো)হওয়ায় কোন কাজ করতে পারেনা।এদেরকে সরকারিভাবে সাহায্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন,আমি বিষয়টি মাণ্যবর জেলা প্রশাসক মহোদয় কে অবহিত করেছি।আশা করছি এই পরিবার সরকারিভাবে সহযোগিতা পাবে।