শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে সিলেটগামী আন্তঃ নগর পাহাড়িকা এক্সপ্রেস এর নীচে পড়ে একযাত্রীর পা কর্তন হয়েছে।
বুধবার (০১ ফেব্রুয়ারি) সোয়া ১ টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পৌছলে ট্রেন থেকে যাত্রী নেমে যায়। পরে অনেক যাত্রীরা ট্রেনে সিলেটগামী পথে উঠে পড়ে ।
ট্রেন ছেড়ে দেওয়ার সময় একজন যাত্রী নামার পথে পা পিচে গিয়ে ট্রেনের নীচে পড়ে এক পা কাঠা পড়ে যায় । পরে স্হানীয় লোকজন ও রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ( এস আই) মোঃ বাদশা আলম সহ একদল পুলিশ নিয়ে রেলের নীচ থেকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত ট্রেনের যাত্রী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চানপাড়া মহল্লার মৃত- মোঃ ইউছুব মিয়া পুত্র মোঃ মাহমুদ মিয়া ( ৪৫)। এ ঘটনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদশা আলম সত্যতা নিশ্চিত করে বলেন ।