স্টাফ রিপোর্টার :
জহুর চান বিবি মহিলা কলেজে নবীনবরণ ও পাঠদান অনুষ্ঠান ১ ফেব্রুয়ারী বুধবার আশরাফ উল্লাহ একাডেমিক ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নবাগত চারশতাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক শামীমা আক্তার ও প্রভাষক শাহীন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, কলেজের দাতা সদস্য মো: ইদ্রিছ মিয়া, দাতা সদস্য লন্ডন প্রবাসী শরীফ ইমন। বক্তব্য রাখেন গভর্ণিংবডির সদস্য মো: আব্দুল কাদির আসাদ, মো: ফারুক মিয়া, ফজলুল হক কাজল, সার্জেন্ট অব: মো: শাহজাহান মিয়া, কলেজের প্রভাষক শামীমা আক্তার, মুহাম্মদ মহিউদ্দিন, মো: রফিকুল ইসলাম, মো: আরিফুর রহমান, এইচএসসি ফল প্রার্থী ছাত্রী সাদিয়া আক্তার, ২য় বর্ষের ছাত্রী সাদেকা মুমতাহিনা, সানজিদা শারমিন তিশা, ১ম বর্ষের ছাত্রী আনজুম আক্তার।
১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে ২য় বর্ষের ছাত্রী খাদিজা ইসলাম স্মৃতি, সাদিয়া আক্তার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বায়ান্নের দিনগুলি প্রবন্ধের অংশবিশেষ পাঠ করে প্রধান অতিথি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম সূচনা করেন।
অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষা প্রসারে অবদান রাখায় কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের প্রশংসা করেন। প্রধান অতিথি বলেন ঘরে বাইরে সর্বত্র নারীরা আজকে অবদান রাখছে, সরকারের সহযোগিতায় দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে নারীরা।
নবাগত শিক্ষার্থীদের জ্ঞানে মেধায়, সততায়, যোগ্যতায় গড়ে উঠার আহ্বান জানান তিনি। অতিথিবৃন্দ নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রসপেক্টাস ও একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করা হয়।