মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে অবৈধভাবে কৃষি জমি হতে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নে আউলিয়ার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান এ জরিমানা করেন।
উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান বলেন, অবৈধভাবে বালু-মাটি উত্তোলনে নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় বালু ও মাটি উত্তোলন করে আসছিলো। তাদের ধরতে উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। সেই ধারাবাহিকতায় আদাঐর ইউনিয়নে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই অপরাধে জড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।