মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে দূঘর্টনা প্রতিরোধ যানবাহনের শৃঙ্খলা এবং চালকদের মধ্যে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশ সভা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার নোয়াপাড়া মহাসড়কের পাশে এ সভা অনুষ্টিত হয়।
শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম ভুইয়া বলেন, মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকরা যথাযথ বিধি অনুসরন না করে গাড়ী চলাচল করে থাকে। ঘুম নিয়ে রাস্তায় না বুঝে গাড়ীর গতিসিমা বাড়িয়ে প্রতিযোগীতামূলক গাড়ি চলানোর কারনে সড়ক দূর্ঘটনা ঘটে থাকে। এছাড়া অনেক চালকের গাড়ী চলানোর মত দক্ষতা নেই। ট্রাফিক আইন ও সিগ্যানাল মেনে গাড়ী চালানোর দূঘর্টনা কমে যাবে। মহাসড়কে দূর্ঘটনা কমিয়ে আনতে হাইওয়ে পুলিশ চালক ও সাধারন মানুষকে বিভিন্ন ভাবে সচেতনতা সৃষ্টি করছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসআই জসিম উদ্দিন, ইটাখোলা ফাজিল মাদ্রাসার সভাপতি আব্দুল আওয়াল শাহ লিটন, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেন জিতু মিয়া, জেলা আওয়ামী মটর চালকলীগ সভাপতি আবু মিয়া ও ছাত্রনেতা ইকবাল পাঠান,