মাধবপুর প্রতিনিধি :
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক গৌতম ঘোষ (৪০) এর মৃত্যু হয়েছে। এঘটনায় সাদিয়া আক্তার(১৮) নামের এক কিশোরী গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শি সূত্র জানায়, বাসাবাড়ির মালামাল বোঝাই ঢাকাগামী একটি পিকাআপ ভ্যান ঢাকামেট্রো-ন-১৬-০০২৮ কে অপর একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দেয়।
এতে পিকাআপটি ছিটকে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলে মৌলভীবাজার জেলার মুসলিম কোর্য়াটার এলাকার মৃত সুনীল ঘোষের ছেলে পিকআপ ভ্যান চালক ঘটনাস্থলেই একজন নিহত হয়। দুর্ঘটনায় পিকাআপ আরোহী মাধবপুর উপজেলার মনতলা দেবিপুরের আহাদ মিয়ার মেয়ে সাদিয়া (১৮) গুরুতর আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোঃ মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে দূর্ঘটনাকবলিত যানবাহন গুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।