দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন ধরণের ফলজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞার সভাপতিত্বে ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর (জাইকা) নিশীথ বরণ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (উপজেলা কৃষি বিষয়ক কমিটির সভাপতি) মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, পৌর কৃষক লীগের সভাপতি জুনাইদ তালুকদার প্রমুখ।