মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ।
রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মধ্য বাজারে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুত গতিতে ছুটে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্বজোরে ধাক্কা দিলে মূহুর্তেই মাটিতে লুটিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হন ধর্মঘর ইউনিয়নের গোবিন্দ পুর গ্রামের সৈয়দ মিয়া (৬৫)।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।