চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামে শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গনে বিশ্বমঙ্গল শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, “ধর্ম যার- যার, উৎসব সবার” ধর্মীয় উৎসব যেন, আমরা সবাই মিলে পালন করতে পারি এবং ধর্মীয় ভিত্তিক উন্নয়নে সরকার কাজ করছে।
বৈশ্বিক করোনা মহামারির কারনে আমরা পিছিয়ে পড়েছিলাম, উৎসব অনুষ্ঠান করতে পারিনি, এখন আমরা সবাই মিলে, ‘ধর্ম যার- যার, উৎসব সবার’ একথা মনে রেখে ধর্মীয় উৎসব পালন করবো।
শুক্রবার বিকাল ৫টায় শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গনে সভাস্থলে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এসব কথা বলেন। তিনি পরে উৎসব অঙ্গন পরিদর্শন করেছেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্লাবন পালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন – উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পিএস মুসাব্বির হোসেন বেলাল, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন – সাধারণ সম্পাদক সজল দাশ, লুৎফুর রহমান চৌধুরী, থানার ওসি মোঃ আলী আশরাফ, প্রনয় পাল, বিধান পাল, মানিক চন্দ্র দেব, মানবেন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, মোস্তাফিজুর রহমান রিপন, মানিক সরকার, মোঃ মুহিতুর রহমান রোমন ফরাজী, জাকির হোসেন পলাশ, পৌরসভার কাউন্সিলর আব্দুল হান্নান, সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল হাই প্রিন্স, কাউসার আহমেদ, সাংবাদিক রাই রঞ্জন পাল, দৈনিক সংবাদ প্রতিনিধি শংকর শীল, অন্যান্যের মাঝে পার্থ পাল, শৈবাল পাল, অনুপম দেব, বিকু কর, প্রমূখ।
উল্লেখ্য যে, গত ২৫ জানুয়ারী বুধবার থেকে শ্রীশ্রী বাসুদেব মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বমঙ্গল শ্রীশ্রী হরিনাম সংকীর্তন শুরু হয়ে ২৮,২৯ ও ৩০শে জানুয়ারি পর্যন্ত ২৪প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন চলবে।