নিজস্ব প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা সাহাব উদ্দিন।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এতে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, মোহাম্মদ নূরুল হক, আবিদুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, শিক্ষক ইউনুছ আলী, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে দেওয়া হয়।