এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদিআরবে বেসরকারি ভাবে সৌদির হাসপাতাল, রাস্তাঘাট এবং বিদ্যুৎ প্রকল্পগুলো সক্রিয় রাখা এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যন্ত অঞ্চলের প্রায় সাড়ে ১০ লাখ নাগরিককের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার মক্কায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় বলে খবর দিয়েছে আরব নিউজ।
কাউন্সিল অব সৌদি চেম্বারস’র প্রেসিডেন্ট আব্দুল রহমান আল-জামিল বলেছেন, সৌদি শহরের বেকারত্ব মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের থেকে কম। সৌদি বাদশা গ্রামাঞ্চলে বেসরকারিভাবে অর্থায়ন করার সুযোগ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। তারই নির্দেশনায় চেম্বারস কাজ করছে। এছাড়া আগামী ৫ বছর বাদশাহ সালমান মক্কা ও মদিনায় সরকারি অর্থায়ন দেখতে চায় না। এই প্রকল্পগুলোর কাজ সমাপ্ত হলে হজযাত্রীদের কাছে থেকে বছরে ২ কোটি রিয়াল হজ সুবিধা পাওয়া যাবে। এর ফলে নতুন করে সৌদির যুবক ও নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
এ সব বিষয়ে সৌদির ব্যবসায়ীরা বলেছেন, বেসরকারি খাতের এই অবদান অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্য, বীমা, গৃহায়ণ এবং যোগাযোগ খাতেও উল্লেখযোগ্য অবদান রাখবে। তারা সৌদি বাদশার প্রতি ঠিকাদারি কাজের জন্য ৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করা এবং এই বরাদ্দ সৌদিবাসীদের বেতনে অর্ন্তভূক্ত করার আহ্বান জানান।