মাধবপুর প্রদিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে ২০কেজি গাঁজাসহ সাতছড়ি নতুন টিলা এলাকার গাজী লাল ভৌমিকের ছেলে সোহেল ভৌমিক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের টিম বিশেষ অভিযান চালায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান,শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের নিকটবর্তী রাস্তায় উপর থেকে সাতছড়ি নতুন টিলা এলাকার গাজী লাল ভৌমিকের ছেলে সোহেল ভৌমিককে ২০কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ ব্যাপারে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে আসামীকে সোপর্দ করা হবে।