আলমগীর কবির,মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে অ্যাথলেটিকস ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দু’দিন ব্যাপী উপজেলার ১৭টি স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে ১৫শ মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, বর্শা নিক্ষেপ, গুলক নিক্ষেপসহ ৩২ ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বিকালে শাহজীবাজর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্কুলের মাঠে প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান, বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, যুব উন্নযন কর্মকর্তা আব্দুল কাইয়ূম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সেক্রেটারী সাব্বির হাসান, শিক্ষক তাসাদ্দুক মিয়া প্রমূখ।