নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারী) সকালে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ সভার আয়োজন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অদিতি রায়ের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারি আবু সালেহ মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।
এসময় জানানো হয়, ২২ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। এ সপ্তাহে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের (৫-১৬ বছর) সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১ ডোজ কৃমিনাশক ওষুধ ভরা পেটে সেবন করানো হবে।