বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
হবিগঞ্জের বানিয়াচংয়ে একাধিক ডাকাতি মামলার অন্যতম আসামি কুখ্যাত ডাকাত ইমরানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)ভোর সাড়ে ৫.টায় উপজেলার ৪নং ইউনিয়নের সাগর দিঘি থেকে তাকে গ্রেফতার করা হয়।।
গ্রেফতার হওয়া ডাকাত উপজেলার চান্দের মহল্লা গ্রামের ইলিয়াস মিয়ার পুত্র।।
পুলিশ জানায়,ডাকাত ইমরানের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।এর ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব”র নেতৃত্বে স্থানীয় গ্যানিংগঞ্জ বাজারে অভিযান চালায় একদল পুলিশ।কিন্তু ডাকাত ইমরান পুলিশের উপস্থিতি টের পেয়ে বাজারের উত্তরে সাগর দিঘির জলে নেমে সাঁতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এসময় পুলিশ ফোর্স জলে নেমে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন,ডাকাত ইমরানের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ অন্যান্য মামলা রুজু আছে।আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।