লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে পলাতক ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় লাখাই থানার উপ পরিদর্শক ( এস আই) মৃদুল কুমার ভৌমিক, উপপরিদর্শক(এস আই) ফারুক খন্দকার, সহকারী উপ- পরিদর্শক(এ এস আই) সাদেকুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দিবাগত রাতে গোপন সংবাদের ভিওিতে লাখাই উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক আসামীদের কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আসামীরা হলেন পূর্ব বুল্লা গ্রামের মৃত সওদাগর মিয়ার ছেলে হিরাজ মিয়া (৫৮), স্বজনগ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪৮) এবং মনতৈল গ্রামের ইউসুফ আলীর ছেলে ছায়েদ মিয়া (৪০) কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে শুক্রবার (২০ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া নিশ্চিত করেছেন।