এস এইচ টিটু :
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে গরু চুরির হিড়িক পড়েছে। কখন গোয়াল থেকে গরু চুরি হয় এই আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার মানুষ।
প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গত কয়েক মাসে এ উপজেলায় প্রায় অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।
সর্বশেষ বুধবার (১৯ জানুয়ারি ) দিবাগত রাতে উপজেলার নূরপুর ইউনিয়নের নূরপুর গ্রামের দক্ষিণে মোঃআজদু মিয়ার গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।
গত ৪ জানুয়ারি(বুধবার) রাতে উক্ত ইউনিয়নের বারলাড়িয়া গ্রামের কিম্মত আলীর গোয়াল ঘর থেকে ২টি বিদেশি গরু চুরি হয় যার মুল্য ২ লক্ষ নব্বই হাজার টাকা। শায়েস্তাগঞ্জ থানায় গরুর মালিক কিম্মত আলী বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
এছাড়াও কয়েক সপ্তাহ আগে নূরপুর ইউনিয়নের পূরাসুন্দা গ্রামের রফিক মিয়ার ৭টি গরু এবং খালেক মিয়ার ঘর থেকেও গরুর চুরির ঘটনা ঘটে।
প্রতিদিনই উপজেলার কোনো না কোনো বাড়ি থেকে গরু চুরির খবর পাওয়া যাচ্ছে। গরু চুরির হাত থেকে রক্ষা পেতে অনেক কৃষক রাতের বেলা বসত ঘরে নিয়ে গরু রাখছেন।
ভূক্তভোগীরা জানান, চুরির ব্যপারে থানায় মামলা করে কোনো লাভ হয়নি।পুলিশের নজরদারির অভাব আর রাত্রিকালীন টহল না থাকার কারণে চুরি ঠেকানো যাচ্ছে না বলে অনেকের অভিযোগ। সংঘবদ্ধ চোরের দল নানা কৌশলে একের পর এক চুরি করে যাচ্ছে।
এলাকাবাসীরা জানান, প্রায় প্রতি রাতেই গোয়াল ঘর থেকে চোরের দল চুরি করে নিয়ে যাচ্ছে দরিদ্র কৃষকের সহায় সম্বল। যাদের গরু আছে তারা দিশেহারা হয়ে পড়েছেন।গরুর ঘর থেকে রশি কেটে অথবা খুলে গরু গাড়িতে তুলে নিয়ে যায়। তবে এসব ঘটনায় গরু চোরদের গ্রেফতার করতে না পারায় একের পর এক চুরির ঘটনা ঘটছে।
সুত্রে জানা যায়, পিক-আপ দিয়ে রাতের শেষ দিকে গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। যাওয়ার পথে কয়েকটি বাজার থাকে রাস্তায় এবং পুলিশের টহল বা চেকপোস্ট থাকে আর প্রতিটি বাজারে পাহারাদার থাকে তারা যদি মধ্য রাতের পরে পিক-আপ বা ট্রাকগুলি চেক করতে পারতো তাহলে গরু চুরি রোধ করা সম্ভব হতো।