মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে নয়াপাড়া আন্তঃওয়ার্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে শামীম-ইয়াছিন জুটিকে হারিয়ে খলিল-লিমনের জয় হয়েছে।
১৬টি দলের খেলা শেষে গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নয়াপাড়া ইউনিয়নের আই বি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি পরিচালনা করেন আবু সায়েদ মাস্টার।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপের দলের হাতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সুহেল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মনেন্দু চক্রবর্তি।
বিশেষ অতিথি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ আলী, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সাধারন সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মিজানুর রহমান চকদার, ইউ/পি আ’লীগের সভাপতি কামল হোসেন জিতু, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ, মোঃ সহিদ মিয়া, হারিছ উদ্দিন লালু প্রমূখ।
খেলা শুরুর পূর্বে নয়াপাড়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়েছে।