স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খাদ্যে অনুমোদনহীন রঙ্গ মিশ্রন ও পচা বাসী খাবার সংরক্ষনের অপরাধে এক বিরিয়ানী হাউজকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ। ইতিপূর্বেও উক্ত নান্না বিরিয়ানী হাউজকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ কাযার্লয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা আদায় করেন।
জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর শহরের ষ্টেশন রোড এলাকায় নান্না বিরিয়ানী হাউজে খাবারে অনুমোদনহীন রঙ্গ মিশ্রন ও ফ্রিজে পচা বাসী খাবার সংরক্ষনের অপরাধে দোকান কর্তৃপক্ষকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশ কিছু পচা বাসী খাবার ধবংস করা হয়। অভিযানকালে জেলা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
ইতিপূর্বে উক্ত নান্না বিরিয়ানী হাউজকে পচা বাসী খাবার পরিবেশনের অপরাধে জরিমানা করেছেন উপজেলা নিবার্হী কর্মকতার্ (ইউএনও) নাজরাতুন নাঈম।