নিজস্ব প্রতিবেদক :
চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি খালেদ তরফদারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার।
চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের শ্রীবাউর গ্রামে এ উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত করা হয়েছে।
এতে মরহুমের আত্নীয় স্বজন ও পরিবারের সদস্যরা অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন শাকির মোহাম্মদ দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুল মালেক।
উল্লেখ্য, গত বছরের এই দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন জনপ্রিয় শ্রমিক নেতা খালেদ তরফদার। মরহুমের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন পরিবারের সদস্যবৃন্দ।