সৈয়দ আখলাক উদ্দিন মনসুর :
হবিগঞ্জে ব্যাটারি চালিত টমটম (ইজিবাইক)-এর ধাক্কায় জান্নাতুল আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার দুপুর ১২ টার দিকে হবিগঞ্জ – পইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল সদর উপজেলার পইল ইউনিয়নের দেবপাড়া গ্রামের মিজান মিয়ার মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানায়, সোমবার ১২ টার দিকে দিকে জান্নাতুল আক্তার বাড়ির পাশের রাস্তায় পারাপারের সময় একটি টমটম তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর শুনে উত্তেজিত গ্রামবাসী হবিগঞ্জ -পইল সড়ক অবরোধ করে রাখে।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মজর্তুজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে। গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা চলছে।