সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌরসভার নোয়ানী গ্রামে সরকারের ১৬ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ জানুয়ারী (সোমবার) মসজিদের দ্বিতীয় তলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়্যালী উপস্থিত থেকে উদ্বোধন করেন।
উদ্বোধনকালে চুনারুঘাটে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সহকারী জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদেক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, পিডিবি জেলা নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার ও আবিদা খাতুন, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মনিরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মহিদ আহমদ চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাব সহ সকল ইউনিটের সাংবাদিক বৃন্দ, ইমাম উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হাজারো মুসল্লীয়ান উপস্থিত ছিলেন।
শেষে ফলক উন্মোচন করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা আব্দুল ওয়াজেদ।