এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়ার রাষ্ট্রীয় সম্মাননায় দাফন সম্পন্ন করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি ) বিকাল ৪টায় নিজ বাড়ী সংলগ্ন মাঠে উপজেলা সহকারী কমিশনার আফিয়া আমিন পাপ্পা ও থানা পুলিশের একটি টিমের উপস্থিত রাষ্ট্রীয় সালাম শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবর স্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে বলে জানানো হয়।
উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের পাচারগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া (৬৫) বার্ধক্য জনিত কারনে ভোর ৬টায় মৃত্যু বরণ করেন বলে জানা যায়।আজ
সোমবার বিকাল ৪টায় রাষ্ট্রীয় সালাম শ্রদ্ধা নিবেদন প্রদানের মাধ্যমে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যু কালে সন্তানাদিসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন ৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,সাবেক কমান্ডার আব্দুস ছামাদ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ি মোজাম্মেল সরকার সহ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি স্থানীয় মুরুব্বিগণ।