এম সাজিদুর রহমান :
হবিগঞ্জের বাহুবলে মাটি বোঝাই ট্রাক্টর চাপায় সামিউন আহমদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র এবং হরিপাশা গ্রামের আব্দুল আহাদের ছেলে। এ ঘটনায় একটি এক্সভেটর ও দুটি ট্রাক্টর জব্দ করেছে পুলিশ । মঙ্গলবার (১০ জানুয়ারী) বেলা একটার দিকে উপজেলার হরিপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার হরিপাশা গ্রামের জিলন মিয়া নিজের জমি থেকে এক্সভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে নিজের একটি নতুন ঘরের বিট ভরাটের কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী আহাদ মিয়ার মাদ্রাসা পড়ুয়া শিশুপুত্র সামিউন আহমেদ(৮) রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলো।
এক পর্যায়ে মাটি বোঝাই ট্রাক্টর সামিউনের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সামিউনের মৃত্যু হয়। শিশু মৃত্যুর ঘটনা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষের উপক্রম হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই জসিম, এসআই আষিশ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর কিছুক্ষণ পর বাহুবল-নবীগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খয়ের ও থানার অফিসার ইনর্চাজ রাকিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাহুবল মডেল থানার ওসি ( তদন্ত) প্রজিদ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।