শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, জনসাধারণের সেবার মান আরও বৃদ্ধি করতে হবে। বানিয়াচং অনেক বড় এবং হাওর বেষ্টিত গুরুত্বপূর্ণ উপজেলা। এ উপজেলা কৃষিও মাছ চাষের জন্য অত্যন্ত উর্বর। সার ও কৃষি উপকরণ অনেক সহজলভ্য করেছে সরকার। এ ক্ষেত্রে প্রত্যেক কর্মকর্তাদেরকে সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জলমহালগুলোতে মাছ ধরতে সেচ কিংবা কোন প্রকার বিষ প্রয়োগ করা যাবে না। জন্মনিবন্ধন যেন একের অধিক না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মঈনুল হোসেন, থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্মকর্তা মলয় কুমার দাস, জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, এল আর সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, আইডিয়েল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, পিআইও মলয় কুমার দাস, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও ভানু চন্দ্র চন্দসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ ছাড়াও থানা এবং ইউএনও অফিস পরিদর্শনসহ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় কতর্ৃক বাস্তবায়নাধীন ২০২২-২০২৩ অর্থ বছরে বানিয়াচং উপজেলাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (দলিত-হরিজন-রবিদাস,হরিজন) সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে শিক্ষা বৃত্তি প্রদান করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।