প্রেস বিজ্ঞপ্তি :
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটিদেরকে নিয়ে লেখাপড়ার মান উন্নয়ন ও শিক্ষার ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সবার শুরুতেই বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে নুরপুর ইউনিয়নের ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের দাতা ও সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলালকে আবার ও ইউনিয়ন চেয়ারম্যান হওয়ায় অভিনন্দন জানানো হয়।
শিক্ষার ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নিতে নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টিকে একাদশ শ্রেণিতে উন্নতি করার লক্ষ্যে কলেজ করার সিদ্ধান্ত সভায় গৃহিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন-নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল,প্রধান শিক্ষক আব্দুল মান্নান,শিক্ষানুরাগী সদস্য-সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু,অভিভাবক সদস্য-আব্দুল কাদির আসাদ,আব্দুল মন্নাফ,নাজমা বেগম,মীর জাকির আলী,মীর সুহেল,
শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ বদরুজ্জামান, মোহাম্মদ কাউসার মিয়া,সবিতা রানী দাশ।