নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জ শহরে যাত্রীবাহী বাসের চাপায় রিক্সারোহী আব্দাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বাস চাপায় আহত সিএনজি অটোরিক্সার ৪ যাত্রীকে গুরুতর অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল ৯টার দিকে।
সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা নবীগঞ্জগামী যাত্রী বাহী বাস নং (চট্টগ্রাম- জ- ১৪৯১) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি অটো রিক্সা কাউন্টারের সামনে সিএনজি অটো রিক্সা (হবিগঞ্জ থ ১১- ৬১৮২) কে চাপায় দেয়। এতে সিএনজি অটো রিক্সাতে বসা উপজেলার দত্তগ্রামের উত্তান রায় (৫৮), হালিতলার ইশ্বর দাশ (২২), রাজাবাদ গ্রামের ইমান উদ্দিন (৪৫), তার স্ত্রী লালফুল বেগম (৪০) গুরুতর আহত হলে তাৎক্ষনিক তাদেরকে হাসপাতালে নেয়া হয়।
এদিকে বেপরোয়া বাসের চালক বাস নিয়ে শহরে ঢুকে বাসন্তী ফার্মেসীর সামনে রিক্সাকে চাপা দেয়। এতে আদিত্যপুর গ্রামের মৃত হাফিজ উল্লাহর ছেলে রিক্সারোহী আব্দাল মিয়া (৫০) কে চাপা দেয় এতে ঘটনাস্থলেই প্রাণ হারায়। হতাহতের স্বজনদের কান্নায় হাসপাতালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।তবে চালক পালিয়ে গেছে।