বানিয়াচং প্রতিনিধি:
বাংলাদেশ পাঠ্য পুস্তক ও বিক্রেতা সমিতি বানিয়াচং উপজেলা সভাপতি (মাদানী লাইব্রেরি) হাফেজ মাওলানা মোবাশ্বির আহমদ এর পিতা আব্দুন নূর মিয়া (৮২) আর নেই।
বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জামেয়া সাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষিও সমবায় বিষয়ক সম্পাদক এবং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, সাবেক ভাইস প্রিন্সিপাল কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী,
মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, বানিয়াচং পাঠ্য পুস্তক ও বিক্রেতা সমিতির উপদেষ্টা ক্বারী কমর উদ্দিন, সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু, উপজেলা নীতিমালা কমিটির সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ও কোষাধ্যক্ষ মাওলানা শাহেদ আহমদ।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।