এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
চুনারুঘাটে অসুস্থ শিক্ষক দপ্তরী কে শিক্ষা পরিবারের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম সহ শিক্ষকগণের উপস্থিতিতে স্ব স্ব ব্যক্তির বাড়িতে গিয়ে উক্ত অর্থ প্রদান করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষকমন্ডলী,দপ্তরী ও প্রবাসী সুধীজনের আন্তরিক মানবিক সহযোগিতায় কোমর ও মেরুদন্ড ভেঙ্গে চিকিৎসাধীন থাকা চান্দেরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহরাজ খাঁনের চিকিৎসার জন্য ২,০০,০০০(দুই লক্ষ)টাকা,সাটিয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সুলেমান মিয়ার মেরুদণ্ডের স্পাইনাল কর্ডের সার্জারীর জন্য ৫০,০০০(পঞ্চাশ হাজার)টাকা এবং সিএনজিতে এক্সিডেন্ট হয়ে পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত গাভীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার সাথীর চিকিৎসার জন্য তাৎক্ষনিকভাবে তার পরিবারের হাতে ২১,২০০(একুশ হাজার দুইশত)টাকা তুলেদেন শিক্ষা পরিবার।