এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধ ভাবে বালু মাটি উত্তোলন করায় এক ব্যক্তি কে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি )বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা। সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের মানিক ভান্ডার উসমান পুর এলাকায় অবৈধ বালু মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময়ে ইজারা বহির্ভুত স্থান থেকে অবৈধ বালু মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ জহুর আলী(৩৫) নামক এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।