স্টাফ রিপোর্টার :
আজ মঙ্গলবার শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নের কেশবপুর গ্রামে অনুষ্টিত হতে যাচ্ছে কেশবপুরের সূফী সম্মলন।
পীরে কামেল মাওলানা শেখ মুখলিছুর রহমান জেহাদী সাহেবের স্বরণে ২য় বার্ষিক সূফী সম্মেলনে প্রধান অথিতি হিসেবে থাকবে বিশ্ব নন্দিত আলেমে দ্বীন, মোফাসসেরে কোরআন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী।
এছাড়াও এটিএন বাংলা, মাই টিভি ও এশিয়ান টিভির ধর্মীয় আলোচক আল্লামা মুফতি মিছবাহুর রহমান রফিকী আল কাদ্বরী, মাওলানা আব্দুর রহমান রেজভী বি বাড়িয়া, দারুস সালাম মুখলিছিয়া দরবার শরীফের খলিফা মাওলানা আহাম্মদ উল্লাহ খান বিপ্লবী কেশবপুর, ব্রাহ্মণডোরা শাহজালাল দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবু বকর সালেহীসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম।
এতে সভাপতিত্ব করবেন মাওলানা এম এ নাছির শাহ সুন্নী হানাফী ও সহ সভাপতিত্ব করবেন কেশবপুর গ্রামের মোঃ শামছুল আলম এবং মোঃ কদর হোসেন। বাদ মাগরিব তা’লিম প্রদান, বয়ান এবং আখেরি মুনাজাত রাত ১টায় অনুষ্টিত হবে।
মাহফিল পরিচালনায় থাকবেন ক্বারী হুমায়ুন কবির জালালী। জাতি ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে এ মহতি অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আনন্দ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ শাহাউর রহমান বেলাল ।