বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলার তেলিকোনা গ্রামের রাহমান মঞ্জিলে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়।এলাহাবাদ আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারন সম্পাদক মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠক শাহিনুল ইসলাম শাহিন, মাওলানা লায়েক আহমদ, মাওলানা আব্দুল মুচ্ছাব্বির, ক্বারী মামুন আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ট্রাস্টের কোষাধ্যক্ষ আমিনুর রহমান, সংগঠক আব্দুল মালিক, সাজ্জাদুর রহমান, আবুল লেইছ প্রমূখ।