হবিগঞ্জ প্রতিনিধি ঃ মীরপুরে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। ৩ ম্যাচের সিরিজে ২-০ তে সিরিজ জিতল বাংলাদেশ। হবিগঞ্জে বাংলা নিউজ প্রতিনিধি ও দৈনিক বিজয়ের প্রতিধ্বনি এর যগ্ম সম্পাদক জিয়া উদ্দিন দুলালের নেতৃত্বে আনন্দ মিছিল বাহির করা হয়।মিছিল টি শহরের বিভিন্ন রাস্তা প্রদর্শন করে।
রবিবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের সামনে ব্যাটিং ধ্বসের সম্মুখীন হয় ভারত। ওপেনিং থেকে টপ অর্ডার ব্যার্থ হয় ভারতীয় ব্যাটিং। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মুস্তাফিজুরের পেসের সামনে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেন বাংলাদেশের এই পেসার।