চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌছতে পারে না। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন।
তিনি শুক্রবার সকালে হবিগঞ্জের চুনারুঘাটে মুজিববর্ষ ও ছফিনা নুর ফাউন্ডেশনের ১৫তম বর্ষ পুর্তি উপলক্ষে রচনা, উপস্থিত বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতা এবং বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
চুনারুঘাট উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে পুরস্কার বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহববু আলী এমপি।
ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুছ ছামাদ আজাদ মাষ্টারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের. পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহ সভাপতি সুজিত কুমার দেব, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সজল দাশ, পৌর আওযামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, সাধারণ সম্পাদক আবুল খয়ের, ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, মানিক সরকার, রুমন ফরাজী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ছফিনা নুর ফাউন্ডেশনের সভাপতি আমিন আলী। এতে আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মুজিববর্ষ উপলক্ষে রচনা, বিতর্ক ও উপস্থিত বক্তিতা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের নগদ অর্থ ও ক্রেস্ট এবং বই তুলে দেওয়া হয়।