এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার তাওহিদুল ইসলাম পবিত্র কাবা শরিফের ক্লিনার পদে যোগদান করেছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে তার পরিবার ও তাওহিদুল ইসলাম অনলাইন,মেসেঞ্জার বার্তায় এই যোগদানের বিষয় নিশ্চিত করেছেন।
উপজেলা পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম পাকুড়ীয়া গ্রামের বাসিন্দা আব্দুস শহিদের পুত্র তাওহিদুল ইসলাম (৩০)।তিনি দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে সৌদি আরব আমিরাতের হেরেমের পাশে এক দোকানে আল মাজাল কোম্পানির অধীনে কর্মরত ছিলেন। তখন থেকে তাওহিদুল ইসলাম (৩০)তার সততা পরিশ্রম ও দায়িত্ব পালনের মাধ্যমে আল মাজাল কোম্পানির দৃষ্টি আকর্ষণ করেন। তার এই কর্ম ক্ষমতা ও পরিশ্রমের বিনিময়ে আল মাজাল কোম্পানি মাধ্যমে পবিত্র কাবা হারাম শরিফের ক্লিনার পদে নিয়োগ দেন।
পবিত্র মক্কা নগরীর এমন পবিত্র স্থানে কর্ম লাভে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। এবং তাওহিদুল ইসলাম (৩০)সহ তার পরিবার দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।