স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দ্রব্য মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা ও পণ্যের গায়ে মোড়ক না থাকার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমীন।
তিনি জানান, উপজেলার দিগাম্বর বাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায়, দ্রব্য মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা ও পণ্যের গায়ে মোড়ক নাই। তাই দুটি প্রতিষ্ঠানকে পাচঁ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাহুবল মডেল থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।