স্টাফ রিপোর্টার :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটর প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন, বর্তমান সরকার নারীদের জীবনমান উন্নয়নের জন্য নানামুখী প্রদক্ষেপ গ্রহণ করেছে। আর্থিকভাবে স্বাভলম্বী করার জন্য জীবনমুখী বিভিন্ন প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ প্রদান করছে। নারীরা দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তাছাড়া নারীদের কর্মক্ষেত্র নিরাপদ রাখতে সরকার নারী বান্ধব পরিববেশ তৈরী করেছে। দেশের প্রতিটি উন্নয়নে নারীরা এগিয়ে যাচ্ছে।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় তিনি ৫০জন প্রশিক্ষণাথর্ীদের হাতে বার হাজার টাকা করে মোট ছয় লক্ষ টাকার চেক তুলে দেন।
উপজেলা নিবার্হী কর্মকতার্ (ইউএনও) মনজুর আহসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকতার্ পিয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান প্রমুখ।