সৈয়দ সালিক আহমেদ :
হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পৌর এলাকার আলী ইদ্রিছ হাই স্কুল মাঠে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে দীর্ঘ নয় মাস পাকহানাদারদের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আনুগত্য রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামীতে স্মাট বাংলাদেশ নিমার্ণের জন্য সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।
আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ ইদ্রিছ এফসিএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ আব্দুজ জাহের, জেলা শিক্ষা কর্মকতার্ মোঃ রুহুল্লা, বিটিভি জেলা সংবাদ প্রতিনিধি মোঃ আলমগীর খান, আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিটন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকতার্ পবন চৌধুরী। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।