মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরেষপুর রেলস্টেশন বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ঘর ভুস্মীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ব্যাবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিজয়নগর ও মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌছে জনতার সহযোগিতায় প্রায় ৪ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যাবসায়ীরা জানান অগ্নিকাণ্ডে ১৭টি দোকান আগুনে পুড়ে গিয়ে দোকানে রক্ষিত কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।মুহূর্তের মধ্যে সচ্চল ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মনোতোষ মল্লিক জানান খবর পেয়ে মাধবপুর,বিজয়নগর থেকে দুটি ইউনিট ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কয়ক্ষতি নিরপন এখন সম্ভব হয়নি। খবর পেয়ে মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।