স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ধানের ফসলের জমি থেকে মাটি উত্তোলন অপরাধে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা করেছেন শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালত।
রবিবার ( ২৫ ডিসেম্বর ) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও ) ও ভ্রাম্যমান আদালতের বিচারক নাজরাতুন নাঈম গোপন সংবাদের ভিওিতে উপজেলার ব্রামণডোরা ইউনিয়নের কেশবপুর বাজারের নিকট বর্তী এলাকায় ধানের ফসল জমি থেকে মাটি কেটে ট্রাক্টরে ভরাট সময় দুই ব্যক্তি বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ সালে আইনের ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করেন।
জরিমানারা হলেন – মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কাহুরা গ্রামের মোঃ সুজন খানের ছেলে মোঃ সেবুল খানকে ৫০ হাজার টাকা এবং হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোঃ রুস্তম মিয়া ছেলে মোঃ লিটন মিয়া কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ।
জরিমানা আদায় কালে সাথে ছিল উপজেলা পরিষদের সিএ সাইফুল ইসলাম।
এদিকে শায়েস্তাগঞ্জ থানা এস আই স্বপন চন্দ্র দেব নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন ।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম বিষয়টি সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন , এ অভিযান অব্যাহত থাকবে ,এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।