মনসুর আহমেদ, হবিগঞ্জঃ-
আইএফআইসি ব্যাংক লিমিটেড হবিগঞ্জ শাখা, উমেদনগর শিল্প এলাকা উপশাখা, কোর্ট স্টেশন রোড উপশাখা ও পুরান মুন্সেফ রোড উপশাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৫ ডিসেম্বর (রবিবার) বেলা ১১ টায় বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে ৩ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
ব্যাংকের হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: মশিউর রহমানের সভাপতিত্বে ও উমেদ নগর শিল্প এলাকা উপশাখার অফিসার ইনচার্জ মো: আকবর হোসেন মুন্না’র সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ বিশিষ্ট ছড়াকার ও গবেষক জাহান আরা খাতুন, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট সাংবাদিক শোয়েব চৌধুরী, আইএফআইসি ব্যাংক লিমিটেড সিলেট শাখার ব্যবস্থাপক মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, বার্ডস কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত মানুষ এর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তাই বিভিন্ন প্রতিষ্ঠান, সমাজের বিত্তশালীসহ সকলের উচিত এই মানুষদের পাশে দাড়াঁনো এবং সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা। আইএফআইসি ব্যাংক লি: হবিগঞ্জ শহরের শাখাগুলোর পক্ষ থেকে প্রতিবছর মতো এবারও ৩ শতাধিক মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে ভালো দৃষ্টান্ত স্থাপন করলো।