বাহুবল প্রতিনিধি :
সিলেট বিভাগ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-মৌলঃ০০৭) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাহুবল উপজেলার মিরপুর নতুন বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলী হোসাইন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শাহজাহান ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, মৌলভীবাজার জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান।
এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় শ্রম কর্মকর্তা মোসাহিদ বখত চৌধুরী এবং শ্রমিক আবদাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে হবিগঞ্জ জেলা বাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলীকে প্রধান নির্বাচন কমিশনার এবং শফি আহমেদ ও আক্তার হোসেনকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।