শায়েস্তাঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাঞ্জ পুরানবাজার ওয়ার্কসপে কাজ করতে গিয়ে বিদ্যুপৃষ্ট হয়ে হৃদয় আহমেদ নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে এ ঘটনাটি ঘটে।সে চুনারুঘাট উপজেলার কুটির গাঁও গ্রামের কাসেম মিয়ার পুত্র।
জানাযায়, হৃদয় (১৫) পুরানবাজার একটি ওয়ার্কসপে কাজ করে আসছিল।
ওই সময় কাজ করার কালে ভুল বসত বিদ্যুৎতিক তারে জড়িয়ে পরে। দোকানের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাঃ দেবাশিষ দাশ মৃত ঘোষনা করেন।