বাহার উদ্দিন:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) ও খোয়াই রিভার ওয়াটার কিপার এর আয়োজনে ” নদনদীর অধিকার ও হবিগঞ্জের নদনদীর অবস্থা ; প্রেক্ষিত সোনাই নদী শীর্ষক ” নাগরিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪ ডিসেম্বর) শহরের ফুড ভিলেজ এ দুপুরে নাগরিক আলোচনা বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর হবিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রিভার ওয়াটার কিপার বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর শিক্ষা, তথ্য ও গবেষনা উপ- কমিটির সদস্য সচিব এস,এম,আরাফাত।
আলোচনায় অংশনেন বাপার জেলা কমিটির সহসভাপতি অধ্যাপক জাহানারা খাতুন,সহসভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সহসভাপতি ও কবি তাহমিনা বেগম গিনি,হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, প্রথম আলোর হবিগন্জ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন,অধ্যক্ষ তনুজ রায়,বাপার নির্বাহী সদস্য হাবিবুর রহমান, মোঃ বাহার উদ্দিন, আব্দুল কাইয়ুম, আব্দুল হক,এম,এ,ওয়াহেদ প্রমুখ।
প্রধান অতিথি শরীফ জামিল বলেন নদনদী জীবন্ত সত্তা।নদনদীর অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। যেখানে নদনদীর অধিকার ক্ষুন্ন হয় সেখানেই এর অধিকার রক্ষায় বাপা সম্ভব সবকিছু করে যাচ্ছে। তিনি আরোও বলেন বাপাকে প্রোএকটিভ হয়ে কাজ করতে হবে।নদীর দুষন ও অবৈধ দখল রোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।