লাখাই প্রতিনিধি:
লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের মোড়াকড়ি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে নাজিম উদ্দীন ও একই গ্রামের মৃত তালেব হোসেন এর ছেলে মহরম আলী।
থানা পুলিশ সুত্রে জানা যায় সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ও মঙ্গলবার (২০ডিসেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে ২ পলাতক আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানার উপপরিদর্শক (এস আই) বিপুল চন্দ্র সাহা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে শাজাহান মিয়ার ছেলে নাজিম উদ্দীন কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে এবং অপর এক অভিযানে সহকারী উপ- পরিদর্শক ( এ এস আই) আবেদ আলী ওউপপরিদর্শক (এ এস আই) আব্দুল কদ্দুছ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামের মৃত তালেব হুসেনের ছেলে মরম আলীকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদের কে মঙ্গলবার (২০ডিসেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া নিশ্চিত করেন।